‘মেসিই আমাদের প্রধান অস্ত্র’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৩ জুন ২০১৮

দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ১৯৯০ এর পরের প্রতিটা বিশ্বকাপই যেন হতাশা মোড়ানো। ২৮ বছরেও দেখা পায়নি বিশ্ব ফুটবলের বড় মঞ্চে শিরোপার স্বাদ। আরো একবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা দলে বিশ্বকাপে নামতে যাচ্ছে। বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় মেসি তাদের দলে। তাকে ঘিরেই সব কিছু পরিকল্পনা করবে আর্জেন্টিনা সেটা অনুমেয়। দলের খেলোয়াড় সালভিও জানালেন মেসিই তাদের প্রধান অস্ত্র।

আর্জেন্টিনার ২৩ সদস্যের দলে আছেন বেনফিকা মিডফিল্ডার এদুয়ার্দো সালভিও। এটাই তার প্রথম বিশ্বকাপ। সালভিও মনে করছেন মেসিকে কেন্দ্র করেই সাজানো হবে আক্রমণভাগ। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বেনফিকার এই ফুটবলার বলেন, ‘আমাদের প্রথম অপশন হবে মেসি। কিন্তু আমরা এটাও জানি আমাদের ডি মারিয়া, হিগুয়াইন, আগুয়েরোদের মতো মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে যাদের খেলা থেকেও আপনি সুযোগ নিতে পারবেন।’

অন্যদিকে বিশ্বকাপে নিজের পজিশন ছেড়ে অন্য কোথাও খেলার আশা করছেন সালভিও। হাইতির বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচে সালভিওকে ডান উইঙয়ে খেলিয়েছেন সাম্পাওলি। এ নিয়ে সালভিও বলেন, ‘যদি আমি খেলি তাহলে আমি তিন জনের লাইনে খেলছি না চার জনের লাইনে খেলছি সেটা কোন ব্যাপার নয়।’

ডিকেটি/আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।