অবশেষে ঢাকা ফিরছেন বিকল বিমানের ৫৮ যাত্রী


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০১ আগস্ট ২০১৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইঞ্জিনে পাখি ঢুকে বিকল হওয়া বিমানের ৫৮ যাত্রী অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানিয়েছেন, লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের অপর একটি ফ্লাইট বিকেল পৌনে ৪ টায় আটকা পড়া যাত্রীদের নিয়ে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আটকা পড়া যাত্রীদের মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরীণ রুটের ১৯ জন যাত্রী ছিলেন।

এর আগে শনিবার সকাল সোয়া ৭টায় দুবাই থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিজি-০৫২ ফ্লাইটটি সিলেটের যাত্রীদের নামিয়ে দিয়ে আধা ঘণ্টা যাত্রাবিরতি শেষে সকাল পৌনে ৮টায় ৫৮ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগের কথা ছিল।

এর আগেই রানওয়ের টার্মিনালে থাকাবস্থায় ডান পাশের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। এতে ইঞ্জিনের চারটি ব্লেড ভেঙে বিমান বিকল হয়ে পড়ে। ফলে আটকা পড়েন যাত্রীরা।

বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ আরো জানান, বিমানটি মেরামতের কাজ চলছে। ঢাকা থেকে আসা প্রকৌশলীরা ত্রুটি মেরামত করার পরে উড়োজাহাজটি আবার যাত্রা করবে।

ছামির মাহমুদ/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।