বিমানে পাখি ঢুকে ইঞ্জিন বিকল


প্রকাশিত: ১০:৪০ এএম, ০১ আগস্ট ২০১৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পাখি ঢুকে বিকল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

বিজি-০৫২ নামক ফ্লাইটটি শনিবার সকাল সোয়া ৭ টায় দুবাই থেকে ওসমানীতে অবতরণ করার আধা ঘণ্টা পর সকাল পৌনে ৮টায় ৫৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু এর আগেই রানওয়ের টার্মিনালে থাকা অবস্থায় ইঞ্জিনে পাখি ঢুকলে বিমানটি বিকল হয়ে যায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার আবদুল হাফিজ জানান, শনিবার সকাল সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটি টার্মিনালে দাঁড়ানো অবস্থায় একটি পাখি ডান দিকের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এতে চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

প্রসঙ্গত, ফ্লাইটে ঢাকার ৫৮ জন যাত্রীর মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরীণ রুটের ১৯ জন যাত্রী ছিলেন। আটকা পড়া যাত্রীদের বিমানের অন্য ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।