কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে যান চলাচল শুরু


প্রকাশিত: ০৯:২৫ এএম, ৩১ জুলাই ২০১৫

ঘুর্ণিঝড় `কোমেন` এর প্রভাবে বৃহস্পতিবার সারাদিন লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ থাকার পর শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। সতর্ক সংকেত কমিয়ে আনায় শুক্রবার সকাল থেকে প্রথম পর্যায়ে বড় লঞ্চগুলো কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর কাওড়াকান্দি ঘাটের পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ।

সকাল থেকে বৃষ্টি ও হালকা বাতাসে পদ্মা উত্তাল থাকায় স্পিডবোট চলাচল কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে। তাছাড়া যাত্রীরাও স্পিডবোট এড়িয়ে লঞ্চ ও ফেরিতে করে পদ্মা পার হচ্ছেন বলে জানা গেছে। তবে বড় স্পিডবোটগুলো চলছে বলে কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়।

বিআইডব্লিউটসি এর কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে এ নৌরুটে নৌযান চলাচল শুরু করেছে। তবে বৃষ্টির কারণে সাধারণ যাত্রীদের নৌযানে উঠতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। লঞ্চ চলাচল শুরু করলেও যাত্রীদের বেশিরভাগ পার হচ্ছেন ফেরিতে। ফলে যানবাহন পারাপার কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে। তবে বৈরী আবহাওয়ায় পরিবহনের চেয়ে সাধারণ যাত্রী পারাপারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কাওড়াকান্দি ফেরিঘাট কর্তৃপক্ষ।



বিআইডব্লিউটিএ এর কাওড়াকান্দি ঘাটের পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ৭নং বিপদ সংকেত এবং নদীবন্দর এলাকায় ৩নং সর্তক সংকেত থাকায় বৃহস্পতিবার সারাদিন নৌচলাচল বন্ধ ছিল। তবে শুক্রবার সতর্ক কমিয়ে ১ করা হয়েছে এসকল নদীপথে। ফলে সকাল দশটা থেকে লঞ্চ চলাচল চালু করা হয়েছে এবং আমরা বড় লঞ্চগুলো আগে চালু করেছি।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে কাওড়াকান্দি ঘাটে। তাছাড়া পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহনও রয়েছে ঘাট এলাকায়।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।