ভয় পেয়েছিলেন মার্কাদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৯ মে ২০১৮

গত বৃহস্পতিবার আর্জেন্টিনার ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। সে ২৩ জনের মাঝে জায়গা পেয়েছেন সেভিয়া ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদোও। তবে তার বিশ্বকাপ ভাগ্য শেষ মুহূর্ত পর্যন্ত পেন্ডুলামের মাঝে ঝুলছিলো। এর কারণ সেভিয়ার শেষ ম্যাচে মার্কাদো ম্যাচ চলা অবস্থাতেই ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। আর তাতেই ভয় পেয়ে গিয়েছিলেন সেভিয়ার আর্জেন্টাইন এ ডিফেন্ডার।

আর মিডিয়ার সামনে ভয়ের কথাও অকপটে স্বীকার করেন আর্জেন্টিনার এই রাইট ব্যাক। মার্কাদো বলেন, ‘আমি ভীত ছিলাম। আমি বিশ্বকাপটা মিস করতে চাইনি। আমি যখন আক্রান্ত হলাম তখন এটা আমার কাছে গত বছরের ইঞ্জুরিটার মতো লেগেছিলো। আর এটাই আমাকে ভয় পাইয়ে দেয়। তবে এখনো সুস্থ হবার জন্যে অনেকদিন রয়েছে। আশা করি ততোদিনে আমি সেরে উঠবো। আমি ২৩ সদস্যের চূড়ান্ত দলে অনেক আশা নিয়ে এসেছি। যদিও আমি সাম্পাওলির সাথে এ নিয়ে কথা বলেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন।’

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আলেহান্দ্রো সাবেয়ার প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। তাই দলে জায়গা না পাবার কষ্টটা বোঝেন তিনি। ‘আমি জানি দলে সুযোগ না পাওয়াটা কতোটা কষ্টের। আমি তাই এবার বিশ্বকাপে অংশ নিতে চাই এবং দলের হয়ে পারফর্ম করতে চাই।’

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।