সদিও মানের সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ মে ২০১৮

২০০২ সালের বিশ্বকাপে প্রথমবারের মত অংশ নিয়েই বাজিমাত করেছিল সেনেগাল। তবে দুঃখের বিষয় ২০০২ সালের পর টানা ৪ আসরে আর ফুটবলের বিশ্ব আসরে সুযোগ পায়নি আফ্রিকা মহাদেশের দেশটি। ১৬ বছর পুনরায় বিশ্বকাপ ফুটবলে ফিরছে লিভারপুলের তারকা ফুটবলার সাদিও মানের দেশ সেনেগাল।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগালের কোচ আলিউ সিস। সেনেগাল ফুটবল দলের সকল আলো কাড়বেন লিভারপুল তারকা মানে এবং নাপোলির তারকা কালিদু কোলিবালি।

প্রায় সব দল বিশ্বকাপ শুরুর আগে ৩টি করে প্রস্তুতি ম্যাচ খেললেও সেনেগাল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। মূলপর্বে মাঠে নামার আগে ৩১ মে লুক্সেমবার্গ এবং ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে তারা। ‘এইচ’ গ্রুপে সেনেগালের অন্য তিন প্রতিপক্ষ হলো কলম্বিয়া, জাপান এবং পোল্যান্ড।

সেনেগালের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।

ডিফেন্ডার: লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।

মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।

ফরোয়ার্ড: কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।