প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়


প্রকাশিত: ১১:৫৮ পিএম, ৩০ জুলাই ২০১৫

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে স্বাগতিকদের ২৯ রানে হারিয়েছে সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শহিদ আফ্রিদির দল। সর্বোচ্চ ৪৬ রান করেছেন তিনজান ব্যাটসম্যান; আহমেদ সেহজাদ, শোয়েব মালিক ও উমর আকমল। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট পেয়েছেন থিসারা পেরেরা।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মিলিন্দা শ্রীবর্ধনে।

পাকিস্তানের পক্ষে সোহেল তানভির তিনটি এবং আনোয়ার আলি দুই উইকেট নিয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১ আগস্ট কলম্বোর আরপিএস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।