বরিশালে মাছ ধরতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু
বরিশালের বানারীপড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এবং জালে পেঁচিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আশুরাইল গ্রামের রিয়াজুল খানের (২৫) মৃত্যু হয়। রিয়াজুল ওই গ্রামের শহিদ খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজুল খান বাড়ির পাশের খালে সকালে মাছ ধরতে যায়। দীর্ঘক্ষণ তিনি খাল থেকে না ওঠায় স্থানীয়রা খোঁজাখুঁজি করে জালে পেঁচানো অবস্থায় রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিয়াজুল দুই কন্য সন্তানের জনক। তিনি ঢাকায় সিএনজি চালাতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন।
অন্যদিকে, একই দিন বেলা ১১টার দিকে পশ্চিম বাইশারীর মৃত জবেদ সরদারের ছেলে চাঁন সরদার (৬০) বাড়ির সামনের খালে মাছ ধরতে নেমে অজ্ঞান হয়ে পরে। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চাঁন সরদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। আর এসব ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।
সাইফ আমীন/এআরএ/আরআইপি