কিশোর নাজিমউদ্দিন হত্যা : আরো দুই আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ৩০ জুলাই ২০১৫

রাজধানীর খিলক্ষেতে নির্মম নির্যাতনের পর কিশোর নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় আরো দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরা এবং গাজীপুর থেকে তাদরেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো.ইউনূস (২৯) এবং মফিজুল ইসলাম (২৫)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহল বাকি বিষয়টি নিশ্চিত করে জানান, মো.ইউনূসকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে এবং মফিজুলকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত দুজনই নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের এজাহার ভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। তবে বিস্তারিত জানতে রিমান্ডের জন্য শুক্রবার আদালতে পাঠানো হবে।

এর আগে নাজিম হত্যা মামলায় প্রথমে চার জন পরে একজন এবং সর্বশেষ দুই জনসহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ছয় আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।

প্রসঙ্গত,  চলতি বছরের ১২ এপ্রিল বন্ধু রাজনের সঙ্গে বাসা থেকে বের হয় নাজিমউদ্দীন (১৫)। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। ঘটনার তিনদিন পর নারায়নগঞ্জের রূপগঞ্জে তার লাশ ভেসে ওঠে। প্রথমে অজ্ঞাত হিসাবে তাকে উদ্ধার করা হয়। পরে তারা জানতে পারেন ওই লাশ নাজিমউদ্দিনের। এই ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করে নাজিমের বাবা জালাল উদ্দিন। মামলাটি পরে সিআইডিতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটকও করে। কিন্তু ঘটনার প্রায় তিন মাস পর নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের নির্মম একটি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছাড়া হয়।

‘প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে বালু নদীর পাড়ে প্রায় আধমরা শরীরে নাজিমউদ্দীন পড়ে আছে। তার হাত পা বাঁধা। চারপাশে ঘাতকদের উল্লাস। কেউ আবার নাজিমউদীনের উপর নির্যতনের দৃশ্য মোবাইলের ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করছে। নির্যতনের এক সময় নাজিম ঘাতকদের কাছে পানি খেতে চায়। তখন হাত-পা বাঁধা অবস্থাতেই ফেলে দেয়া হয় নদীর পানিতে। বলা হয় নদীতে গিয়ে ‘যত খুশি তত পানি খা’। তিলে তিলে মৃত্যুর দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত হামলাকারীরা।

সেদিন পৈশাচিক এই ঘটনাটি অনেকেই দেখেছিলেন। নাজিমের নিথর দেহটি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছিলো। শরীরে শক্তি ছিলো না। তারপরও পানি থেকে নাক জাগিয়ে বাঁচার জন্য চেষ্টা করছিলেন। এতসব ঘটনা দেখেও কেউ তাকে পানি থেকে তুলে বাঁচানোর চেষ্টা করেনি।

জেইউ/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।