নিবন্ধিত ৪০ দলের ২২টির বার্ষিক হিসাব ইসিতে দাখিল


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩০ জুলাই ২০১৫

৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ২২টি দল নির্বাচন কমিশনে (ইসি) তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে। কমিশনে নিবন্ধিত অন্য ৯টি রাজনৈতিক দল বার্ষিক হিসাব জমা দিতে কমিশনের কাছে সময়ের আবেদন করেছে এবং বাকি ৯টি দল এখনো হিসাব দাখিল করেনি।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় পার্টি-জেপি, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি, খেলাফত মজলিস, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বৃহস্পতিবার পর্যন্ত তাদের দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এই ৯টি দল হিসাব জমা দিতে কমিশনের কাছে সময়ের আবেদন করেছে।

আইন অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলের বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, গণফোরাম, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকল্প ধারা বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ৯টি রাজনৈতিক দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এখনো কমিশনে দাখিল করেনি।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।