ফেনীতে অপহরণের অভিযোগে ছাত্রলীগের ৫ কর্মী আটক
ফেনীতে যুবলীগ নেতা অপহরণের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে মোটবী ইউনিয়নের লস্করহাট থেকে স্থানীয় যুবলীগ নেতা নুর ইসলামকে অপহরণ করে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নুর ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাউস উদ্দিন রিয়াদ, ছাত্রলীগ কর্মী আনোয়ার পারভেজ রিয়াদ, যুবলীগ কর্মী গিয়াস উদ্দিন, শাহীন ও জাফরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আহত নুর ইসলামকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নুর ইসলাম ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোটবী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের আটক হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
জহিরুল হক মিলু/এআরএ/এমআরআই