যশোর ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন


প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ জুলাই ২০১৫

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বাধীন প্যানেলের সদস্যরা ১৩টি পদের ১১টিতেই নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বিকেলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নির্বাচন কমিশনার পারভেজ হাসান এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ফুটবল উন্নয়ন সম্মিলিত পরিষদ প্যানেলে আসাদুজ্জামান মিঠু ১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুটি পদে আজিজুল ইসলাম শুকুর ১৯ ভোট ও শেখ শামসুল বারী শিমুল ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মফিজুর রহমান ডাবলু ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৯টি সদস্য পদের বিপরীতের মিঠুর নেতৃত্বাধীন প্যানেলেরই সাতজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মঈনুর জহুর মুকুল ১৬ ভোট, আবদুল মান্নান ১৮ ভোট, মেহেদী হাসান ২৮ ভোট, আবদুর রশিদ মোল্লা ১৮ ভোট, ওয়াহিদুজ্জামান ১৬ ভোট, সাব্বির আহমেদ পলাশ ১৭ ভোট ও রওশন আরা রাশু ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি দুটি সদস্য পদে ফুটবল উন্নয়ন ও কল্যাণ পরিষদের শাহজাহান রনি ২৮ ভোট ও বদরুদ্দিন বিল্টু ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ৩১ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩ পদের বিপরীতে দুটি প্যানেলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, ডিএফএতে আসাদুজ্জামান মিঠু ও এবিএম আখতারুজ্জানের দুটি গ্রুপ সক্রিয় ছিল। গ্রুপ দুটির দ্বন্দ্বে জেলার ফুটবল অঙ্গণে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় নির্বাচনের মধ্য দিয়ে আসাদুজ্জামান মিঠু পুনরায় সভাপতি নির্বাচিত হলেন।  

মিলন রহমান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।