দলবদলের অব্যাহত গুঞ্জনে বিরক্ত নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৪ মে ২০১৮

একের পর এক দল বদলের গুঞ্জন। পিএসজি থেকে যেন নেইমারকে জোর করেই রিয়াল মাদ্রিদে স্বাক্ষর করিয়ে ফেলবে গুঞ্জনের জোয়ার। মৌসুম এখনও পুরোপুরি শেষই হয়নি, দলবদলও শুরু হয়নি। তার আগেই ফুটবলাঙ্গন সরগরম, নেইমারের দল বদলের খবরে। পুরো ইউরোপের খবরের পাতায় এখন যেন একটাই বিষয়, পিএসজি ছেড়ে নেইমার যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে।

যাকে নিয়ে এত গুঞ্জন, এত মাতামাতি সেই নেইমার অবশেষে নিজে থেকেই মুখ খুলেছেন এসব নিয়ে। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন একের পর এক দলবদলের গুঞ্জনে তিনি বিরক্ত। ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা পুরস্কার নিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ইঞ্জুরিতে পড়ে এখনও মাঠের বাইরে নেইমার; কিন্তু সংবাদ মাধ্যমগুয় প্রতিদিনই থাকছে তার উপস্থিতি। প্রতিদিন তাকে নিয়ে নতুন নতুন খবর চাউর হচ্ছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরার পুরস্কার নেয়ার পর এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দলবদলের ব্যাপারে বেশ বিরক্তই প্রকাশ করলেন নেইমার।

তিনি বলেন, ‘আপাতত আমি বিশ্বকাপছাড়া আর কিছু নিয়েই ভাবছি না। বিশ্বকাপের পর এগুলো নিয়ে চিন্তা করা যাবে। প্রতিটা দলবদলের সময় আসলেই এভাবে গুঞ্জন শুরু হয়। ব্যাক্তিগতভাবে এখন এগুলো নিয়ে বলার সময় আসেনি। সবাই জানে আমি এখানে কেন এসেছি এবং আমি কি অর্জন করতে চাই।’

নেইমারের স্বপ্ন, ধ্যান-জ্ঞান এখন শুধুই বিশ্বকাপ ঘিরে। সেটাই স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি। নেইমার বলেন, ‘আমার স্বপ্ন এখন পুরো বিশ্বকাপকে ঘিরে। কোথায় যাচ্ছি না যাচ্ছি না- এগুলো নিয়ে কোনো কথা বলার সময় এখন নয়। আমার পুরো জীবনে যতগুলো ট্রান্সফার উইন্ডো আসবে- সবগুলোতেই এমন কথা উঠবে, গুঞ্জন শোনা যাবে এবং এগুলো কিছুটা আমার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে।’

অবশ্য গত শনিবার এক সংবাদ সম্মেলনে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমি ২০০০ ভাগ নিশ্চিত যে, নেইমার পরের মৌসুমে আমাদের সাথেই (পিএসজিতে) থাকছে।’

এবারের ফরাসি লিগে ইঞ্জুরিতে পড়ে শেষের কয়েকম্যাচ খেলতে না পারলেও লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। মৌসুমে ২০ ম্যাচ খেলেছেন, তাতে ১৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। টানা ২য় বারের মত উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তরুণ সেনসেশন কাইলিয়ান এমবাপে।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর হাত থেকে পুরস্কার গ্রহণের পর সতীর্থদের ভূয়সী প্রসংশাও করেন নেইমার। তিনি বলেন, ‘আমি দল এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই- এমন দারুণ একটা মৌসুমের জন্য। আমি অনেক খুশি যে, এমন একটা মৌসুম পার করতে পারলাম। এটা খুবই সম্মানের। এই পুরস্কার আমি সতীর্থদের ছাড়া কখনোই অর্জন করতে পারতাম না। আমি বিশেষ করে কাইলিয়ান (এমবাপে), কাভানি আর ফ্লোরিনকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে মাঠে সহযোগিতা করার জন্য।’

এখন দেখার বিষয় বিশ্বকাপ শেষে নেইমার যে সতীর্থদের এত প্রশংসা করছেন, তাদের সাথে থাকে নাকি আরও একটি রেকর্ড ট্রান্সফারে অন্য কোন ইউরোপিয়ান বড় ক্লাবে যোগদান করেন!

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।