১০০ পয়েন্টের রেকর্ড ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পিএম, ১৩ মে ২০১৮

রেকর্ডময় এক মৌসুমের শেষটাও রেকর্ড দিয়ে শেষ করলো বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ০-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করলো পেপ গার্দিওলার দল। ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

রেকর্ড গড়ার মৌসুমে পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ জিতে নেয় সিটিজেনরা। এছাড়া লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও আগের ম্যাচে নিজেদের করে নিয়েছে আগুয়েরো-জেসুসরা। এবার প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ পয়েন্ট অর্জন করল তারা।

৯৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলতে নামে স্টারলিংরা। জয়টা অতো সহজও ছিল না তাদের জন্য। ম্যাচের ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকে। অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউ। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ডি ব্রুয়েনের কাছ থেকে বল পেয়ে সেটিকে ট্যাপ ইনে গোলকিপারের মাথার উপর দিয়ে সিটির হয়ে ঐতিহাসিক রেকর্ডের গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস।

এ জয়ের ফলে ১০০ পয়েন্টের রেকর্ডের পাশাপাশি লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩২টি জয়ের রেকর্ড গড়লো পেপ গার্দিওলার দল। এছাড়া সর্বোচ্চ ১৬টি এওয়ে জয়ের রেকর্ডও তারা গড়েছে চলতি মৌসুমে। বহু আগেই টানা সর্বোচ্চ ১৮টি লিগ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের পকেটে পুড়েছে দলটি। ঝুলিতে +৭৯টি গোল নিয়ে সর্বোচ্চ গোল ব্যবধানে থেকে লিগ শেষ করার রেকর্ডও গড়ে তারা।

দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউর থেকে ১৯ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় দলের থেকে সর্বোচ্চ ব্যবধানে লিগ জয়ের রেকর্ড গড়ে সিটিজেনরা। এর আগের ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিল সিটিজেনরা। আজ সেটিকে ১০৬ এ নিয়ে গেল তারা। সবমিলিয়ে রেকর্ডময় এক মৌসুম পার করলো ম্যান সিটি।

আরআর/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।