যুবাদের ফুটবলেও সেরা আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৩ মে ২০১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ আসরের ৬টিতেই চ্যাম্পিয়ন আবাহনী। কিন্তু যুব ফুটবলের প্রথম দুই আসরে শিরোপাশূন্য ছিল ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সবচেয়ে সফল ক্লাবটি। অবশেষে সেই অপূর্ণতা ঘুচিয়ে যুবাদের ট্রফিও ঘরে তুললো আকাশি-হলুদরা।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আবাহনী ১-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বয়সভিত্তিক টুর্নামেন্টেও।

ফাইনালে আবাহনীর জয়ের নায়ক রিমন হোসেন। ৭ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। আবু সিদ্দিকের লম্বা থ্রো ফরাশগঞ্জের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে রিমন হেডে গোল করেন। তবে এ গোল নিয়ে আপত্তি ছিল ফরাশগঞ্জের।

চ্যাম্পিয়ন আবাহনী ট্রফির পাশাপাশি পেয়েছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার। রানার্সআপ ফরাশগঞ্জের পুরস্কার ৩ লাখ টাকা ও ট্রফি। সুশৃঙ্খল দলের পুরস্কার পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর গোলদাতা রিমন হোসেন, টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন ফরাশগঞ্জের জয় চন্দ্র বর্মন। ৩ টি করে গোল করা আবাহনীর আপন চন্দ্র, ব্রাদার্সের আবু রায়হান ও আরামবাগের শাকিল আহমেদ পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।