মানিকগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩০ জুলাই ২০১৫

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফলসাটিয়া এলাকায় বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুর রউফ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রউফ মানিকগঞ্জ সদর হাসপাতালে দুপুরে অপারেশনকালে মারা যান। তিনি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা নির্চিন্তপুর গ্রামের কিতার উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে সাতজন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তিনজন মানিকগঞ্জ সদর হাসপাতালে ও পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এনএনবি পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে পাশের উথলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে সাতজনকে ভর্তি রেখে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।

মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেতাব উদ্দিন জানান, হাসপাতালে চারজনকে ভর্তি রেখে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তিকৃত রোগীর মধ্যে দুপুর ১২টার দিকে রউফকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

এ ঘটনায় বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী মো. আকরামুজ্জামান জানান, বাস ও কাভার্ড ভ্যান জব্দ করে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।