ইনজুরিতে বিশ্বকাপ শেষ দানি আলভেসের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১১ মে ২০১৮

কি হওয়ার কথা ছিল আর কি হল! যেখানে আর এক মাস পর বিশ্বকাপে রাশিয়ার মাঠে দাপিয়ে বেড়ানোর কথা ছিল ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেসের সেখানে এখন তাকে দর্শক সারিতে বসেই দেখতে হবে সতীর্থদের খেলা। ইনজুরি কেড়ে নিল তার শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন।

পিএসজির হয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালেই ঘটে বিপত্তিটা। ম্যাচের একটা পর্যায়ে হাঁটুর ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আলভেস। প্রথম দিকে অতটা ঝুঁকিপূর্ণ না হলেও স্ক্যান করে দেখা গেছে তার হাঁটুর লিগামেন্টে চিড় ধরেছে যা বিশ্বকাপের আগে কোনভাবেই সেরে ওঠা সম্ভব নয়। চলতি মাসের ভেতরেই ব্রাজিলিয়ান কোচ তিতেকে প্রাথমিক দল ঘোষণা করতে হবে। ইনজুরির কারণে সেরে না ওঠায় সেই দলে আর জায়গা পাওয়া হচ্ছে না আলভেসের।

আলভেসের বিশ্বকাপের আগে সেরে না ওঠতে না পারাটা আরও পরিষ্কার করেছেন ব্রাজিলিয়ান ফুটবল দলের ফিজিও রদ্রিগো লাজমার।

তিনি বলেন, বিশ্বকাপের আগে আলভেসের কোনোভাবেই সুস্থ হয়ে মাঠে ফেরা সম্ভব না। ২০০৬ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় আলভেসের। সেলেসাওদের হয়ে ২০০৭ কোপা আমেরিকা জয়ের পাশাপাশি দুটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপে তার অনুপস্থিতি বেশ ভোগাবে ব্রাজিলকে সেটা অনেকটাই অনুমেয়।

আরআর/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।