কলকাতাকে ২১১ রানের লক্ষ্য দিল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৯ মে ২০১৮

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যখন আর উপায় নেই, তখনই বলতে গেলে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচেও দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রতিপক্ষের সামনে। কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ২১১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে স্বাগতিক কেকেআরকে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে সূর্যকুমার যাদব এবং এভিন লুইস। যদিও ১৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান এভিন লুইস। ৩২ বলে ৩৬ রান করে আউট হন সূর্যকুমার যাদব। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তবে টর্নেডো ইনিংস খেলেন ইশান কিশান। ২১ বলে ৫টি বাউন্ডারি আর ৬ ছক্কায় ৬২ রান করেন তিনি।

১৩ বলে ১৯ রান করেন হার্দিক পান্ডিয়া। বেন কাটিং ৯ বল খেলে করেন ২৪ রান। ১টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ৩টি ছক্কার মার। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় মুম্বাই।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।