হজে যাওয়ার সুযোগ পেলেন প্রতারিত ৩৯৮ জন


প্রকাশিত: ০৬:৩২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রতারিত ৩৯৮ হজযাত্রী সরকারী সুযোগে হজে যাওয়ার সুযোগ পেলেন। হজ অফিসের আইটি বিভাগের ইনচার্জ কবির আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেসব প্রতারিত হজযাত্রীর পাসপোর্ট ও ভিসা ছিল এবং যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সবাইকে হজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে আর কোনো হজযাত্রী নেই বলেও দাবি করেন তিনি।

তবে এ বছর কমপক্ষে ৮৫০ জন হজযাত্রী ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। সরকারি হিসাবে এই সংখ্যা ৬ শতাধিক হবে না বলে সোমবার জানান হজ ক্যাম্পের সহকারী কর্মকর্তা আব্দুল মালেক।

এদিকে রোববার শেষ হচ্ছে হজ ফ্লাইট। দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।