ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল ঘোষণা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৮ মে ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম অনিক আর নাইম হাসানও। তবে তারা প্রাথমিক দলে নতুন নন। এর আগে দুজনই বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন।

এই তিনজন ছাড়া দলে বাকি সবাই বলতে গেলে পুরনো মুখ। তবে একমাত্র আবদুর রাজ্জাক ছাড়া অভিজ্ঞ ও উপেক্ষিতদের মধ্যে কারও জায়গা হয়নি। তুষার ইমরান, নাঈম ইসলাম, শাহরিয়ার নাফীসরা রয়ে গেছেন আড়ালেই।

প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাইম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু, আবদুর রাজ্জাক।

এআরবি/এমএমআর/আরআইপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।