আশাবাদী গেইল


প্রকাশিত: ০৫:৫২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও টেস্টে মাঠে নামতে পারবেন বলে আশা করছেন ক্রিস গেইল। পিঠের চোটের জন্য সীমিত ওভারের ম্যাচে তাকে রাখেনি নির্বাচকরা। তবে ধোনিদের বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন বাঁহাতি এই ক্রিকেটার।

জ্যামাইকান পত্রিকা সিএমসিকে গেইল বলেছেন, ‘দ্রুত সেরে ওঠছি আমি। আশা করছি, তাড়াতাড়ি ফিট হয়ে যাব। আর টেস্ট সিরিজ শুরুর আগে সুস্থ হযে ওঠব। পিঠের চোটের জন্য পুর্নাবাসনে রয়েছি। সব কিছু ভালভাবেই হচ্ছে আমার। আগের থেকে অনেক সুস্থবোধ করছি।’

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার গেইল। অভিজ্ঞতার দিক দিয়ে বর্তমান টেস্ট দলে তার আগে রয়েছেন শুধু শিবনারায়ন চন্দরপল। তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ৩০ অক্টোবর আহমেদাবাদে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।