পাকিস্তান-শ্রীলংকা প্রথম টি-টোয়েন্টি বৃহস্পতিবার


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ৩০ জুলাই ২০১৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ জিতে চলমান সফরে তিন ফর্মেটের সিরিজেই পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে চায় স্বাগতিক শ্রীলংকা। প্রেমাদাসা স্টেডিয়ামে সফরের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে  বৃহস্পতিবার মাঠে নামবে শ্রীলংকা-পাকিস্তান।

এর আগে চলতি সফরে প্রথমে ২-১ ব্যাবধানে টেস্টের পর ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। ফলে ২০০৬ সালের পর দ্বীপ রাস্ট্রটিতে এই প্রথমবার ডাবল সিরিজ জয়ের রেকর্ড গড়তে সক্ষম হয় পাকিস্তানীরা।

তবে প্রেমাদাসা স্টেডিয়ামে সফরের শেষ দুই ম্যাচে নিজেদের গৌরব অক্ষুন্ন রাখার সুযোগ পাচ্ছে টি-টোয়ান্টি বিশ্ব চ্যাম্পিয়ন ও সংক্ষিপ্ত ভার্সনের শীর্ষ রাঙ্কিংয়ে অবস্থানকারী শ্রীলংকা। উভয় দলই নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন করে মাঠে নামছে। পেসার লাসিথ মালিঙ্গা নেতৃত্ব দেবেন শ্রীলংকার এবং রাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।