ম্যাকক্লেনাঘানের পরিবর্তে একাদশে মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৬ মে ২০১৮

শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে বাকি সব ম্যাচেই জিততে হবে মুম্বাইকে। অর্থাৎ সবগুলো ম্যাচই রোহিত শর্মাদের জন্য বাঁচা মরার সমান। হারলেই তাকিয়ে থাকতে হবে অনেক সমীকরণের দিকে। ঘরের মাঠে আজ কলকাতার বিপক্ষে মাঠে নামবে দলটি। আর এ ম্যাচে কিউই বোলার ম্যাকক্লেনাঘানের পরিবর্তে মোস্তাফিজকে দলে চান অজি পেসার টেইট।

চেন্নাইয়ের বিপক্ষে মোস্তাফিজকে ছাড়া জিতলেও পরের ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে আছে দলটি। পাঞ্জাবের বিপক্ষেও খেলা হয়নি মোস্তাফিজের।

এদিকে মোস্তাফিজকে দলে নেয়া নিয়ে টেইট বলেন, ‘মুম্বাইয়ের উইকেটে মোস্তাফিজ অনেক কার্যকরী। ডেথ ওভারে তাকে দিয়ে বোলিং করাতে পারবেন রোহিত, সে অনেক পরিশ্রমী একজন বোলার। এছাড়াও পাওয়ার প্লে-তেও সে ভালো ভূমিকা রাখতে পারে।’

শুধু তাই নয়, টেইট সম্ভাব্য একাদশের কথাও উল্লেখ করেছেন।

সম্ভাব্য একাদশ হল: 
সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), জেপি ডুমিনি, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মোস্তাফিজ, বেন কাটিং, জাসপ্রিত বুমরাহ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।