দুর্ভাগ্য পিছু ছাড়ছে না গর্ভে গুলিবিদ্ধ শিশুটির


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৯ জুলাই ২০১৫

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশুটির। মাত্র সাতদিন বয়স নবজাতক শিশুটির মুখে একটু বুকের দুধ তুলে দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসকরা গত দুদিন ধরে হন্যে হয়ে সদ্য সন্তান জম্ম দেয়া একজন স্নেহময়ী মা খুঁজছিলেন।

গতকাল মঙ্গলবার রাতে শিশু সার্জারি বিভাগেই এমন একজন মায়ের কাছে নবজাতকের গুলিবিদ্ধ হওয়ার করুণ ঘটনা উল্লেখ করে সাহায্য চাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাকে বলেছিলেন, নিজ সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় যদি ওই নবজাতককেও একটু দুধ খাওয়ান তবে শিশুটির উপকার হবে।

তবে বুধবার বিকেলে জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.কানিজ হাসিনা শিউলি জানান, বুধবার রাতে ওই মা শিশুটিকে বুকের দুধ খাওয়াবেন বলে কথাও দিয়েছিলেন কিন্তু আজ (বুধবার) তিনি আগের দিনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এদিকে মায়ের পেটে গুলিবিদ্ধ সেই হতভাগ্য নবজাতক শিশুটির দেহে বুধবার অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলির নেতৃত্বে একটি দল বুধবার সকালে শিশুটির বুকের সামনে-পিছনে, বুকে ও গলার ক্ষতে এ অস্ত্রোপচার করেন। সাতদিনেরও কম বয়সী স্বাভাবিক নবজাতকের তুলনায় কম ওজনের এ শিশুটির শরীরে মোট ২১টি সেলাই পড়েছে।

অস্ত্রোপচার শেষ হওয়ার কিছুক্ষণ পর জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাতকারে ডা. শিউলী জানান, তারা শিশুটির দেহে সফল অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচার টিমে তাকে সহায়তা করেছেন ঢামেক অ্যানেসথেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল আলম, ডা. নাজমুস সাকিব ফেরদৌস ও ডা. ছাদরুদ্দীন আল মাসুদ।

## গর্ভে গুলিবিদ্ধ শিশুর সফল অস্ত্রোপচার

এমইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।