পাঞ্জাবকে হারিয়ে টিকে রইল মোস্তাফিজের মুম্বাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ এএম, ০৫ মে ২০১৮

মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে সেই লড়াইয়ে টিকে রইলো মোস্তাফিজদের দল। ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেট হাতে রেখে, এক ওভার বাকি থাকতেই।

মুম্বাইকে এই ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। ১৭৫ রানের লক্ষ্যে ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। শেষের দিকে পঞ্চম উইকেটে দলকে জয় পর্যন্ত নিয়ে গেছেন অধিনায়ক রোহিত শর্মা আর ক্রুনাল পান্ডিয়া। ক্রুনাল ১২ বলে করেন হার না মানা ৩১ রান। রোহিত করেন ১৫ বলে অপরাজিত ২৪ রান। এছাড়া হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ রানের একটি ইনিংস খেলেন।

এর আগে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস গেইলের ব্যাটের ঝড় টর্নোডোতে রূপ নেয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ক্যারিবীয়ান ওপেনার হাত খুলে তাণ্ডব দেখানোর আগেই আউট হয়েছেন। অবশ্য তার ফিফটিতে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল পাঞ্জাব।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল পাঞ্জাবের। লোকেশ রাহুল আর গেইল মিলে ৪০ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৫৪ রান। ২০ বলে ২৪ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটিটি ভেঙে দেন মারকান্দে। এরপর ধীরেসুস্থে হাফসেঞ্চুরি তুলে নেন গেইল।

৪০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫০ রান করে যখন হাত খুলে খেলতে যাবেন, তখনই উইকেট হারিয়ে বসেন গেইল। বেন কাটিংকে ছক্কা মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ক্যারিবীয় এই ওপেনার। ১৪ বলে ১৪ রান করে রানআউটের শিকার হন যুবরাজ সিং।

এরপর করুন নায়ার কিছুটা চালিয়ে খেলতে চেয়েছিলেন। তবে ১২ বলে ১ চার আর ২ ছক্কায় ২৩ রান করে তিনিও ফিরে যান। শেষদিকে এসে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন মার্কাস স্টোয়নিস। ১৫ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি।

এমএমআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।