হজযাত্রীর পেটে ৯৩ ক্যাপসুল হেরোইন!


প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৯ জুলাই ২০১৫

সৌদি বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ পেটে ৯৩ ক্যাপসুল হেরোইন বহনকারী একজন হজযাত্রীকে গ্রেফতার করেছে। স্ক্যানিং এর ছবিতে বিষয়টি ধরা পড়ে।

নাম প্রকাশ না করে এমিরেটস অনলাইন জানায়, ওই হজযাত্রী হজের সাদা পোশাকে জেদ্দার পশ্চিম লোহিত সাগর এয়ারপোর্টে এসেছিলেন।

কাস্টমস প্রধান মোহাম্মদ আল আকিল জানান, স্ক্যানিং এর সময় তার পেটে লুকানো ৯৩টি ক্যাপসুল ধরা পড়ে যার ওজন প্রায় ৬৮৬ গ্রাম।

উল্লেখ্য, সৌদি আরবে অনেক মাদক ব্যবসায়ীকে দণ্ড দেয়া হয়েছে। দেশটিতে প্রায় ১০ মিলিয়ন বিদেশি নাগরিক বসবাস করেন যা মোট জনসংখ্যার এক তৃতীয়াশ।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।