ঢাকায় এলেন এয়ার এশিয়ার সিইও


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৯ জুলাই ২০১৫

এয়ার এশিয়ার ঢাকা ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ঢাকা এসেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইরীন ওমর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আইরীন ওমর দু’দিন ঢাকা অবস্থান করবেন। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিস লিমেটেড (তাস)।

আইরীন ওমর ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী এয়ার এশিয়ার রুট সম্প্রসারণ করে এভিয়েশন সেক্টরে আলোচিত হন। এয়ার এশিয়া ৭ হাজার কর্মী নিয়ে ৬২ টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে আসছেন।

ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশার নরলিন ওথম্যান।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।