বৃহস্পতিবার ফাঁসি হতে পারে ইয়াকুব মেমনের


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৯ জুলাই ২০১৫

ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে ধারাবাহিক বোমা হামলার দায়ে অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর হতে পারে বৃহস্পতিবার সকালে। বুধবার দেশটির সুপ্রিম কোর্ট ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর বাতিলে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন।
 
এরপর মহারাষ্ট্রের গভর্নর বিদ্যাসাগর রাও এর কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গভর্নর মেমনের আবেদন নাকচ করে দিয়েছেন। এরপর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার এ আবেদন খারিজ করে দিলে বৃহস্পতিবার সকাল ৭টায় ইয়াকুব মেমনের দণ্ড কার্যকর করা হবে।
 
বুধবার শুনানি শেষে সুপ্রিম কোর্ট ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর বন্ধে তার করা আবেদনটি খারিজ করেন। মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে ওই আবেদনে দাবি করেন ইয়াকুব। সুপ্রিম কোর্ট তার এমন দাবি নাকচ করে দিয়েছেন।

মেমন বর্তমানে নাগপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই কারাগারেই তার দণ্ড কার্যকর হতে পারে।

১৯৯৩ সালের ১২ মার্চে মুম্বাইতে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হন। ওই ঘটনার সময় মুম্বাইয়ের ১২টি স্থানে ১৩টি বোমার বিস্ফোরণ হয়। এতে প্রায় ২৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।