এবার ভারতে হামলার পরিকল্পনা আইএসের


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৯ জুলাই ২০১৫

সিরিয়ায় দীর্ঘদিন ধরেই আইএস জঙ্গিদের তাণ্ডব চলছে। এই জঙ্গিদের কার্যক্রম এখন আর শুধু সিরিয়ায় সীমাবদ্ধ নেই। এবার আমেরিকার বিরুদ্ধে লড়ার প্রস্তুতি হিসেবে আইএস জঙ্গিরা ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার ইউএসএ টুডের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানি এক নাগরিকের কাছে ৩২ পৃষ্ঠার একটি নথি উদ্ধার করা হয়েছে। আর এই ব্যক্তির সঙ্গে পাকিস্তানি তালেবান জঙ্গিদের যোগাযোগ রয়েছে।

`অ্যা ব্রিফ হিস্ট্রি অফ দ্য ইসলামিক স্টেট খলিফাত, দ্য খলিফাত অ্যাকর্ডিং টু দ্য প্রোফেট` নামক ওই নথিতে বলা হয়েছে, ভারতে হামলার জন্য আইএস জঙ্গিরা তোড়জোড় শুরু করেছে। এই হামলা আমেরিকা এবং তার সহযোগী দেশগুলোও ঠেকাতে পারবে না বলে নথিতে উল্লেখ করা হয়েছে। আর এ কাজে তারা পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান জঙ্গিদের সমন্বয়ে একটি গ্রুপ তৈরির কথা বলছে।

উর্দুতে লেখা এই নথি ইংরেজিতে অনুবাদ করেছেন যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইন্সটিটিউট এর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুস রাইডেল। তিনি বলেন, মূলত ভারতীয় উপমহাদেশে আইএস জঙ্গিরা আতঙ্ক ছড়িয়ে দিতে ভারতে হামলার পরিকল্পনা করেছে।

এছাড়া এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিও জঙ্গিদের উদ্দেশ্য হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এসআইএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।