বৃষ্টিতে ২ ওভার করে কমলো দিল্লি-রাজস্থানের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পিএম, ০২ মে ২০১৮

দিল্লির ফিরোজ শাহ কোটলায় আইপিএলের ম্যাচে মুখোমুখি স্বাগতিক দিল্লি এবং রাজস্থান রয়্যালস। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান; কিন্তু বৃষ্টির কারণে কোনো বলই আর মাঠে গড়াতে পারেনি। তুমুল বৃষ্টি অন্তত দেড় ঘণ্টা খেলাকে পিছিয়ে দেয়।

বৃষ্টির আগেই টস হয়ে গিয়েছিল। কিন্তু মাঠে গড়ার আগেই নামে ঝুমবৃষ্টি। যে কারণে অপেক্ষা থাকতে হয় পুরো দিল্লিকে। গ্যালারি ভর্তি দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ম্যাচ মাঠে গড়ানোর। কারণ, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে, খেলা শুরু হওয়ার তুমুল সম্ভাবনাও দেখা দেয়।

অবশেষে রাত ১০টা (বাংলাদেশ সময়) বাজার কিছুক্ষণ আগে শুরু হয় খেলা। তার আগে দুই দলের কাছ থেকে কেটে নেয়া হয় ২টি করে ওভার। অর্থাৎ, ১৮ ওভার করে খেলবে দুই দলই।

বৃষ্টি শেষে কার্টেল ওভারে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে দিল্লি। পৃত্থি শ ১২ বলে করেছেন ১৮ রান এবং স্রেয়াশ আয়ার করেছেন ৪ রান। কলিন মুনরো আউট হয়ে গেছেন কোনো রান না করেই।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।