জাভিকে ছাড়িয়ে ক্যাসিয়াসের দিকে রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০২ মে ২০১৮

বায়ার্নের মাঠে প্রথম পর্বে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন রোনালদো। ফিরতি পর্বে ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও নতুন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা। বার্সার সাবেক তারকা জাভিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে মাঠে নামলেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে মাঠে নেমেই জাভির রেকর্ডে ভাগ বসান রোনালদো। আর ফিরতি পর্বে নিজেদের মাঠে নেমে জাভিকে ছাড়িয়ে গেলেন পর্তুগাল অধিনায়ক। তবে সবচেয়ে বেশি মাঠে নামার রেকর্ডটি এখনও ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগে ১৬৭ ম্যাচ খেলেন এই গোলরক্ষক। আর রোনালদো মাঠে নেমেছেন ১৫২ ম্যাচে। জাভি খেলেন ১৫১ ম্যাচ।

চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে নিজেকে মেলে ধরেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের টানা ১১ ম্যাচে গোল করে গড়েন নতুন রেকর্ড। এছাড়া চলতি মৌসুমে সব মিলিয়ে ৪০ ম্যাচে করেছেন ৪২ গোল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।