জয়ের জন্যই মাঠে নামবো : আমলা


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৯ জুলাই ২০১৫

মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্যই মাঠে নামবে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বুধবার (২৯ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা।

সিরিজের প্রথম টেস্টে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা । ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হওয়ায় শেষ অবধি পিছিয়ে থাকা ম্যাচে ড্র করে প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টের লক্ষ্যের কথা জানিয়ে আমলা বলেন, `আমরা শুরুটা ভালো করতে চাই। শুরু ভালো হলে দল ভালো পজিশনে চলে যাবে। তারপর অবশ্যই জয় চাইব। আমরা জয়ের জন্যই খেলব। আর লক্ষ্য বাস্তবায়নের জন্য দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ।`

দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগারের প্রশংসা করে আমলা বলেন, ‘এলগার প্রথম টেস্টে চমৎকার খেলেছে। দারুণভাবে সামলেছে বাংলাদেশের বোলারদের। ওপেনাররা ভালো শুরু করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যাবে। এ কারণে আবারো বলছি, প্রথম সেশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।`

প্রথম টেস্ট ড্র হওয়ায় হতাশা আছে কি না-এমন প্রশ্নের জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন, প্রথম টেস্টে বৃষ্টি হয়েছিল। ম্যাচ কোন দিকে যেত সেটা বলা মুশকিল। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে দলের ক্রিকেটাররা মুখিয়ে আছে। উপমহাদেশে আমাদের ভালো রেকর্ড রয়েছে। তবে এখানে খেলা কঠিন। এখানে গরমটা বেশি। তারপরও আশা করি ছেলেরা ভালো করবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।