বড় ধাক্কা খেল ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

উড়তে থাকা চেন্নাইকে মাটিতে নামিয়ে এনেছে মুম্বাই। নিজেদের শেষ ম্যাচে রোহিত শর্মাদের কাছে হেরে গেছে ধোনির নেতৃত্বাধীন দলটি। এদিকে হারের এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলটির পেসার দিপক চাহার। হ্যামস্ট্রিং ইনজুরিতে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

চেন্নাইয়ের কোচ স্টেফেন ফ্লেমিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চাহারের আগেই হ্যামস্ট্রিং ছিল। মুম্বাইয়ের বিপক্ষের ম্যাচে তার সমস্যা আবারও দেখা দিয়েছে। সম্ভাবত তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ফ্লেমিং আরও বলেন, বাবার মৃত্যুর পর দেশে ফিরে যাওয়া লুঙ্গি এনগিডি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন।

চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বল করছিলেন চাহার। সাত ম্যাচে দলটির হয়ে মাঠে নেমে ২৫.৫০ গড়ে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে হায়দরাবাদের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে রাখেন বড় ভূমিকা।

উল্লেখ্য, ইনজুরির কারণে এর আগে পুরো আসরের জন্য কেদার যাদবকে হারিয়েছে চেন্নাই।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।