মালয়েশিয়ার সঙ্গে লড়ে হারলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

আগের দিন সিঙ্গাপুরের জালে ১০ গোল দেয়ার পর বৃহস্পতিবার দুপুরে কম্বোডিয়াকে গোলের (২০ গোল) বন্যায় ভাসিয়েছিল বাংলাদেশের যুবারা। টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশকে থামিয়েছে মালয়েশিয়ার যুব দল।

তবে বাংলাদেশকে হারাতে বেগ পেতে হয়েছে মালয়েশিয়াকে। যুব অলিম্পিক হকির এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ৭-৪ গোলে জিতেছে হকির পরাশক্তি দেশটি।

শক্তির বিচারে মালয়েশিয়ার বিপক্ষে এ ফলাফল হতাশার নয়। তবে এ হারটা বাংলাদেশের লক্ষ্যে পৌঁছানো কঠিন করে দিলো।

এ হারে লাল-সবুজ জার্সিধারীরা ৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে মালয়েশিয়া। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে তাদের হারাতে না পারলে ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে গতবারের রানার্সআপ বাংলাদেশের।

শুক্রবার বাংলাদেশ খেলবে গ্রুপের শেষ দুটি ম্যাচ। দুপুরে সবুজ-মহসিনদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর বিকেলে গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৪ সালে বাছাই পর্বের ফাইনালে এই পাকিস্তানের কাছেই হেরে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিকে খেলার সুযোগ পেতে হলে বাংলাদেশকে অবশ্যই ফাইনাল খেলতে হবে। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল টিকিট পাবে যুব অলিম্পিকের।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।