এবার কম্বোডিয়ার জালে ২০ গোল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১০-৪ ব্যবধানে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সেই ধারা ধরে রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।

থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ মিনিটের পর্বে ৯ গোল করে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে আরও ৪ গোল করে বড় জয়ের ইঙ্গিত দেয় দলটি। আর শেষ পর্বে ১০ মিনিটে আরও ৭ গোল করে প্রতিপক্ষকে ২০-০ গোলে ভাসিয়ে দেন শফিউল-রাকিবুলরা।

বাংলাদেশের হয়ে একাই ৭ গোল করেন শফিউল আলম। ৪ গোল করেন রাকিবুল হাসান। এছাড়া সারোয়ার শাওন ৩টি, আবেদ উদ্দিন ও প্রিন্স দুটি করে গোল করেন। মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ মহসিন বাকি দুই গোলদাতা।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ পুলে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে বাছাইয়ে সেরা দুই দল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।