আবদুল কালামের সেরা ১০ উক্তি
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রথিতযশা বিজ্ঞানী ড. এ পি জে আবদুল কালাম ভক্তদের ছেড়ে চলে গেছেন। তবে তার এমন কিছু অমর বাণী রয়েছে যা তাকে বহুকাল স্মরণীয় করে রাখবে। তার সেরা দশটি বাণী জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো :
এক. আপনার স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয়, যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তা-ই যা আপনাকে ঘুমোতে দেয় না।
দুই. শ্রেষ্ঠত্ব একটি অবিরাম প্রক্রিয়া। এটা কোনো দুর্ঘটনা নয়।
তিন. প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ, দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি।
চার. একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক।
পাঁচ. সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।
ছয়. বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
সাত. কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে।
আট. আমি সুদর্শন নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি, যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়।
নয়. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হল কারো মন জয় করা।
দশ. ছাত্রদের মাঝে অনুসন্ধান, সৃজনশীলতা, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বের সক্ষমতা তৈরি করা উচিত শিক্ষাবিদদের।
বিএ