আন্তর্জাতিক থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ জুলাই ২০১৫

পেন্টাগুলার আন্তর্জাতিক থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ভারতের বাঙ্গালুরুতে ৭ আগস্ট এ টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের উদ্দেশ্যে ৩২ সদস্যের বাংলাদেশ থ্রোবল দল রওয়ানা হবে ৩ আগস্ট।

টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ ও স্বাগতিক ভারত। থ্রোবল অনেকটা ভলিবলের মতোই। ২৫ পয়েন্টের খেলা হয়। তবে ভলিবলে ছয়জন খেললেও থ্রোবল খেলেন সাতজন।

মঙ্গলবার এ তথ্য জানান বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় সাধারণ সম্পাদক শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।