এ পি জে আবদুল কালামের মৃত্যুতে এরশাদের শোক


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৮ জুলাই ২০১৫

ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

এরশাদ বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুর খবর শুনে আমি দারুণভাবে মর্মাহত হয়েছি। তিনি শুধু ভারতের একজন সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রপতিই ছিলেন না, ছিলেন একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং বহুমাত্রিক জ্ঞানের অধিকারী একজন পণ্ডিত।

তিনি আরো বলেন, তার মৃত্যুতে শুধু ভারতই নয়, গোটা বিশ্ব এক অমূল্য সম্পদ হারালো।

মরহুম আবদুল কালামের রুহের মাগফিরাত কামনা এবং ভারতীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এরশাদ।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।