শিল্পায়নের স্বার্থে গ্যাস-বিদ্যুৎ চায় এফবিসিসিআই
বিনিয়োগ ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এসব সুবিধাকে কাজে লাগিয়ে শিল্পায়ন ত্বরান্বিত করতে হলে পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ নিশ্চিত করতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম এসব কথা বলেন। এফবিসিসিআই-এর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে ২২ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল জ্বালানি সম্পর্কিত সমস্যা সমাধানের বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সঙ্গে তার কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মিসেস সুরাইয়া বেগম, এনডিসি উপস্থিত ছিলেন।
এ সময় আবুল কালাম আজাদ ব্যবসায়ী প্রতিনিধিদল স্বাগত জানিয়ে বলেন, শত বাধা বিপত্তির মধ্যেও এ দেশ এবং দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার পিছনে উল্লেখযোগ্য অবদান ব্যবসায়ী উদ্যোক্তাদের।
সাক্ষাতকালে মাহবুবুল আলম বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রে অপার সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিশেষ করে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে বিনিয়োগ ও শিল্পায়ন কাঙ্খিত হারে হচ্ছে না।
তিনি বলেন, দেশের বিদ্যুতের চাহিদা মিটানোর জন্য সরকার ইতিমধ্যে বেশকিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করায় জনগণ এর সুফল পাচ্ছে। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো পূর্ণ উৎপাদনে যেতে পারছে না। এ কারণে এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকের অর্থায়ন ঝুঁকির মুখে পড়ছে।
এমএম/আরএস/আরআইপি