এপিজে কালামের নামই জানেন না আনুশকা!


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৮ জুলাই ২০১৫

বিতর্ক ছাড়া বোধহয় থাকতে পারেন না বলিউড তারকা আনুশকা শর্মা। বিরাট কোহলির সাথে প্রেম নিয়ে বিতর্কের শুরু। তারপর অনেক ঘটনাই জন্ম দিয়েছেন ‘পিকে’ তারকা।

তবে সবকিছু ছাপিয়ে নতুন করে বিতর্কিত এবং সমালোচিত হলেন আনুশকা। গোটা ভারত যখন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের প্রয়াণে শোকে কাতর, তখন দেখা গেল সদ্য প্রয়াত এই ভারতরত্নের নামটাই জানেন না আনুশকা!

মহান এই পদার্থবিদের মৃত্যুর পর পরই বিশ্বজুড়ে ফেসবুক-টুইটারে চলছে শোকের মাতম। অনেকেই শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে লিখছেন। আর সবার সাথে তাল মিলাতে গিয়ে শ্রদ্ধা জানাতে টু্ইটারে টুইট করেছিলেন আনুশকাও। আর সেখানেই ঘটালেন বিপদ। এপিজে আবদুল কালামের নামটাই ঠিকমতো জানেন লিখতে পারলেন না তিনি। তাই দেখে ভীষণ ক্ষেপেছেন আনুশকার ফলোয়ারেরা।

আনুশকা টুইটে প্রথম লেখেন, ‘এবিজে কালাম আজাদের মৃত্যুর খবরে শোকাহত।’

এর পরপরই সমালোচনা ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভুল শুধরে আগের টুইট মুছে আনুশকা দ্বিতীয়বার শোক জানান। কিন্তু আবারও ভুল- ‘এপিজে কালাম আজাদ।’ তৃতীয়বারে গিয়ে অবশ্য আনুশকা ঠিক নামটি লিখতে পেরেছেন।

কিন্তু ঝড় থামছে না টুইটারে। একজন এপিজে কালাম প্রথমত একজন ভারতরত্ন, তারপর একজন দেশ বরেণ্য বিজ্ঞানী। এমনকি তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতিও। তার মতো এমন জনপ্রিয় ও বহুল পরিচিত মানুষের নাম না জানাটাকে আনুশকার অপরাধ বলেই গণ্য করছেন ভারতীয়রা। এহেন কাণ্ডে এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা হচ্ছে দেশটির গণ্যমাধ্যমেও।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।