এবার শতাব্দী রায়কে জেরা করতে তলব


প্রকাশিত: ১০:০২ এএম, ২৮ জুলাই ২০১৫

কলকাতার আলোচিত সারদা মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়কে তলব করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। এর আগে ফাটাকেষ্ট খ্যাত মিঠুন চক্রবর্তীকে তলব ও জেরা করেছিলো ইডি।

বৃহস্পতিবার সকালে তাকে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। মিঠন চক্রবর্তীর মতো সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী রায়ও। তদন্তে নেমে ইডি জানতে পারে, সারদা থেকে মোটা অঙ্কের অর্থ শতাব্দী রায়ের অ্যাকাউন্টে জমা পড়েছে। কী কারণে তিনি টাকা নিয়েছেন, সারদার সঙ্গে তার কী চুক্তি হয়েছিল, কেন তিনি বারবার মিডল্যান্ড পার্কে সারদার অফিসে যেতেন, এ সম্পর্কে যাবতীয় তথ্য শতাব্দীর কাছে জানতে চান ইডির তদন্তকারীরা।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতেই শতাব্দীকে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডির দফতরে তলব করা হয়েছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।