ম্যানসিটির গোল উৎসব


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৮ জুলাই ২০১৫

প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে গোল উৎসব করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ভিয়েতনামের মাই ডিন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল।

ম্যানসিটির হয়ে এইদিন জোড়া গোল করেছেন আলেকজান্ডার কোলারভ, রাহিম স্টারলিং আর ডেভিড সিলভা। এছাড়া একটি করে গোল করেছেন মার্কোস লোপেজ ও হোসে অ্যাঞ্জেল। আর ভিয়েতনামের হয়ে একমাত্র গোলটি করেছেন ফন কোয়েত।

ম্যাচের ১১ মিনিটের মাথায় গোলের সূচনা করেন সার্বিয়ার ২৯ বছর বয়সী তারকা কোলারভ। আট মিনিট পর ইংল্যান্ডের উঠতি তারকা স্টারলিং ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর স্প্যানিশ তারকা স্ট্রাইকার ডেভিড সিলভা গোল আদায় করেন। ৩১তম মিনিটে জোড়া গোল পূরণ করেন স্টারলিং। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতির পরও প্রথম গোল করেন আন্দ্রে কোলারভ। ৫১তম মিনিটে তিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন। স্প্যানিশ তারকা স্ট্রাইকার ডেভিড সিলভা ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন।

ম্যানসিটির হয়ে ম্যাচের ৭৩ মিনিটে পর্তুগালের অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার মার্কোস লোপেজ সপ্তম গোলটি করেন। আর তিন মিনিট পরেই ভিয়েতনামের জালে দলের হয়ে অষ্টেম গোলটি জড়িয়ে দেন স্পেনের অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রাইকার হোসে অ্যাঞ্জেল।

ভিয়েতনামের হয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন ফন কোয়েত।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।