বিশ্ব একাদশে রাজ্জাক-গাজী


প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৮ জুলাই ২০১৫

চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পাননি স্পিনার আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী। তাই সময়টা মাঠের বাইরেই কাটছে এই দুই স্পিনারের। তবে আগস্ট মাসের শুরুতে দু`জনই খেলার সুযোগ পেতে যাচ্ছেন। ৯ আগস্ট কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে নেপাল জাতীয় দলের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। বিসিবি জানিয়েছে, সে ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের এই দুই তারকা।

গত ১২ মে ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো নেপাল। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে মালয়েশিয়া। নেপাল জাতীয় দলের বিপক্ষে সেই প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালিদের সাহায্যার্থেই মূলত এই প্রীতি ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া। ম্যাচ থেকে অর্জিত অর্থ জমা দেওয়া হবে নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। ম্যাচে নেপালের হয়ে তাদের জাতীয় দলই খেলবে। বিশ্ব একাদশ গড়া হবে সাবেক-বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।