ইন্টার মিলানকে উড়িয়ে দিলো রিয়াল


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৮ জুলাই ২০১৫

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ইতালির ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে রাফায়েল বেনিতেজের দল। এর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অস্ট্রেলিয়া আসরের শিরোপা জেতার পর চীনের মাটিতেও দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ।

সোমবার গুয়াংজুতে ম্যাচের শুরু থেকেই ইন্টারকে চেপে ধরে রোনালদোরা। জেসে, ভারানে ও রদ্রিগেজের গোলে সহজ জয় পায় রিয়াল। গোল না-পেলেও এদিন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোনালদো ও বেল। থিহানে স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে ইন্টার বধ রিয়াল। শুক্রবারই মেলবোর্নে ম্যাঞ্চেস্টার সিটিকে ৪-১ হারিয়েছিল রিয়াল।

চোটের জন্য এদিন মাঠে নামেননি বেনজেমা। পরিবর্তে মাঠে নামার সুযোগ পান জেসে। গোল করে দলকে জেতান তিনি। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল জেসের। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল রিয়াল। মার্সেলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের এক জনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে তুলে নেন রিয়াল কোচ। মূল খেলোয়াড়দের ছাড়াও দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন ভারানে ও রদ্রিগেজ। ৫৬ মিনিটে ভারানে ও ৮৮ মিনিটে ম্যাচের তৃতীয় গোল রদ্রিগেজের। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান কলম্বিয়ার রদ্রিগেজ।
 
আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।