বাংলাদেশি জলসীমায় ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বন্ধের দাবি


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ জুলাই ২০১৫

বাংলাদেশের জলসীমায় বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রেবশ এবং মাছ শিকার বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাররে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলেরা।

মানববন্ধনের আগে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।  পাথরঘাটাসহ জেলার কয়েক হাজার ভুক্তভোগী জেলে এ কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালীন এক সমাবেশে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী তার বক্তব্যে বলেন, ঝড়-ঝঞ্জা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জেলেরা সাগরে মাছ শিকারে গেলেও আগেরমত এখন আর মাছ পায়না তারা।  কারণ, প্রতিবেশী দেশগুলোর বড় বড় স্বয়ংক্রীয় মাছ ধরার ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়।  অনেক সময় দেশীয় ছোট ছোট ট্রলারে থাকা জেলেদের নির্যাতন ও হয়রানিও করে তারা।  তাদের ভয়ে দেশি জলসীমার যেখানে বেশি মাছ থাকে সেসব জায়গায় মাছ ধরতে সাহস পায়না তারা।

বরগুনা জেলা মৎসজীবী জেলে সমিতির সভাপতি মো. আবদুল মান্নান মাঝি বলেন, বাংলাদেশি ট্রলিং ট্রলারে সাগরের ৪০ মিটারের অধিক গভীরতায় গিয়ে মাছ ধরার জন্য লাইসেন্স দেয়া হয়।  কিন্তু বিদেশি জেলো ৪০ মিটারের মধ্যে অর্থাৎ উপকূলের কাছাকাছি এসে অবৈধভাবে ইলিশের পোনাসহ সকল প্রকার ছোট ছোট মাছ প্রতিনিয়ত ধরে নিয়ে যায়।  সমুদ্রে বসে এর প্রতিবাদ করলে হোস পাইপের মাধ্যমে পানি ছুড়ে সেসব ট্রলার ডুবিয়ে দেয় তারা।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন, বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, ট্রলার মালিক আলম মোল্লা প্রমুখ।


এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।