সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ জুলাই ২০১৫
ফাইল ছবি

সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে আরো এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে গত সাড়ে ছয় বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যখাতে সরকারের সামর্থ্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যবিষয়ে জনসচেতনতা বেড়েছে। জটিলরোগের চিকিৎসার ক্ষেত্রেও আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাণীতে প্রধানমন্ত্রী দেশের চিকিৎসক সমাজকে আরো নিবেদিত হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।