বাহুবলীর সঙ্গে নরেন্দ্র মোদি


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৭ জুলাই ২০১৫

রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে ব্যবসা করে চলেছে ভারতীয় ছবির ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল ছবি ‘বাহুবলী’। দক্ষিণের এই ছবিটি সবচেয়ে বড় পোস্টার তৈরি করে নাম লিখিয়েছে গিনেজ বুকেও।

আর মুক্তির আগেই টিকিট কাটার জন্য ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় লাইন এই বাহুবলীরই! তার পর, মুক্তির দিন দু’য়েকের মধ্যেই ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মুনাফা ঘরে তোলার রেকর্ডও তার।

যে ছবি নিয়ে এত হৈ চৈ সেই ‘বাহুবলী’ এবার নজির গড়ল অন্য জায়গায়। ছবির নায়ক প্রভাষ দেখা করতে চাইছিলেন ভারদের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সাথে। সে খবর শুনে দেখা করতে রাজি হয়ে গেলেন মোদি।

৩৫ বছর বয়সী এ তেলেগু তারকা দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রোববার। সঙ্গে ছিলেন তার চাচা ও প্রখ্যাত অভিনেতা কৃষ্ণম রাজু।

দেখা করার পর পরই উচ্ছ্বসিত মোদি যথারীতি টুইট করলেন। ‘মিট বাহুবলী প্রভাষ টুডে’। মানে এখন প্রায় ‘সরকারি’ ভাবেই প্রভাষ হয়ে গেছেন বাহুবলীর!

উল্লেখ্য, এখন পর্যন্ত সারা দুনিয়ায় বাহুবলী আয় করেছে সাড়ে তিনশ কোটি রুপি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।