সাঁতারের হিটেই বাদ বাংলাদেশের নাহিদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

সাঁতার ও বক্সিং দিয়ে বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল কমনওয়েলথ গেমসে বাংলাদেশের খেলা। দুই বক্সার খেলতে না পারায় সবার চোখ ছিল সুইমিং পুলে। কিন্তু পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে হতাশ করেছেন মোহাম্মদ মাহমুদুন নবী নাহিদ। হিটেই বাদ পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের এ যুবক।

তিন নম্বর হিটে নাহিদ সাঁতরেছেন ৩ নম্বর লেনে। সাঁতার শেষ করেছেন ২৬.৫৬ সেকেন্ডে। হিটে হয়েছেন ৮ জনে ষষ্ঠ। মোট ৫৪ জন সাঁতারুর মধ্যে বাংলাদেশের নাহিদের অবস্থান ৩৮ তম।

হিটে সেরা টাইমিং দক্ষিণ আফ্রিকার চাদ লে ক্লোজ। তিনি সেমিফাইনালে উঠেছেন ২৩.৬৩ সেকেন্ড সময় নিয়ে। মোহাম্মদ মাহমুদুন নবী নাহিদ ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ৮ এপ্রিল।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।