মাদারীপুরে গৃহবধূ খুনের ঘটনায় স্বামী আটক
মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে জাকিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য পুলিশ ওই গৃহবধূর স্বামী আবু তাহের আলীকে আটক করেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের আবু তাহের আলী ও তার স্ত্রী জাকিয়া বেগম রোববার রাত দেড়টার দিকে টয়লেটে যাবার জন্য ঘর থেকে বের হয়। এসময় দুর্বৃত্তরা আবু তাহের আলীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে সে দ্রুত ঘরে ঢুকে যায়। এসময় দুর্বৃত্তরা তার স্ত্রীকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী আবু তাহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যবিদায়ী সভাপতি লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক বেপারীর সমর্থক ও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী মো. তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনাসহ হামলা, সংর্ঘষ লেগেই থাকতো। গত কয়েকদিন ধরে এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিলো। ধারণা করা হচ্ছে এসকল কারণেই ওই গৃহবধূ খুন হয়েছেন।
এ ব্যাপারে নিহতের ছেলে রাকীব বলেন, তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর সর্মথক হচ্ছেন আমার বাবা। তাই চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সমর্থকরা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। কিন্তু বাবা ঘরে ঢুকে যাবার জন্য তাকে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
অপরদিকে নাম না প্রকাশের শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, আবু তাহের আলী একটি পরক্রিয়া প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়ে। সেই ঘটনাটি তার স্ত্রী জানতে পারে। আর এতে করে সে তার স্ত্রীকে খুন করেছেন। ঘটনাটি অন্যখাতে দেয়ার জন্য ওই গৃহবধূর স্বামীসহ গেন্দু কাজীর সমর্থকরা চেষ্টা করছেন।
এ ব্যাপারে খাসেরহাট ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় কুমার বলেন, হত্যার ঘটনাটি রহস্যজনক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন হত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, রাতের আধারে খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনাটি রহস্যজনক। তাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একেএম নাসিরুল হক/এসএস/পিআর