ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অন্ত:ত ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জেলার মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তায় থেমে থেমে এ জটের সৃষ্টি হচ্ছে।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, আজ ভোর রাতের দিকে মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় ঢাকাগামী কাঠ ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে এ যানজটের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পর একই মহাসড়কের ঘারিন্দা নামক জায়গায় আরেকটি ট্রাক বিকল হলে এ যানজট  তীব্র আকার ধারণ করে।

শেষ খবর পর্যন্ত (সকাল সাড়ে আটটা) ওই রাস্তায় শ’ শ’ যানবাহন আটকে থাকার কথা জানা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি উদ্ধারের চেষ্টা চলছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।